ফরিদপুরের মধুখালীর পরীক্ষিতপুরে বাস-নসিমন সংঘর্ষে মিশাল মিয়া (২৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিশাল মিয়া মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে এবং সরকারী রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী কলেজ ছাত্র মিশাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ১৬/ সালাহ উদ্দীন