সিরাজগঞ্জের এনায়েতপুরে পাথরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইলিয়াস (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বাবা কাপড় ব্যবসায়ী আবুল হোসেন গুরুত্বর আহত হয়েছেন। আজ সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের আজুগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সকালে ইলিয়াস হোসেন তার বাবাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলায় যাচ্ছিল। আজগুগড়া এলাকায় পৌঁছলে রাস্তা সংস্কারের কাজে ফেলে রাখা পাথরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইলিয়াস মারা যায় এবং তার বাবা আবুল হোসেন গুরুত্বর আহত হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিনি/২৮ জুন ২০১৬/হিমেল-২২