ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমি ভবনের ৩৩৭ নং কক্ষে ক্যাপ (ক্যান্সার এ্যাওয়্যারনেস প্রোগ্রাম ফর ওমেন) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তারেক আল সাকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আঃ জলিল পাঠান এবং সাভার গণ স্বাস্থ্য মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ডাঃ রহমতুল্লাহ পারভেজ।
সভায় মূল আলোচক হিসেবে ক্যাবের প্রতিষ্ঠাতা মূসা করিম রিপন স্তন ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই ক্যান্সার কিছুটা প্রতিরোধ করা সম্ভব বলে বক্তরা উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন