জয়পুরহাটের জানিয়ার বাগান মহল্লা থেকে আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জানিয়ার বাগান এলাকায় মরদেহ দেখতে পাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠানো হয়েছে। ওই ব্যক্তির শরীরে একই রংয়ের শার্ট পেন্ট ও গলায় তাবিজ ছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই
প্রত্যক্ষদর্শী শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, সকালে জানালা খুলে মরদেহের পা দেখতে পাই। স্থানীয় মাহবুব আলম ও রেজার বাসার মাঝখানে একটি সরু ড্রেনে মরদেহটি পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম