টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় শাবজান বেওয়া নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাদের স্থানীয় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত শাবজান বেওয়া উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মৃত জইন উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে শাবজান বেওয়া আত্মীয় কদ্দুস মিয়া (৩২), শাহানাজ বেগম (২৭) ও রায়হানকে (১২) সাথে নিয়ে ছেলেকে বাসে তুলে দিতে ওই এলাায় যান। এ সময় দ্রুতগতির টাঙ্গাইলগামী (ঢাকা মেট্রা-ন-১৩-১৯০৮) ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাবজান বেওয়া নিহত এবং কদ্দুস, শাহানাজ ও রায়হান আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব জানান, দ্রুতগতির টাঙ্গাইলগামী মাছভর্তি ট্রাকটি পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই শাবজান বেওয়ার মৃত্যু এবং তিনজন আহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব