জানালার গ্রিল কেটে কমপক্ষে ৪৩ বস্তা চাল চুরি হয়েছে একটি মুদি দোকান থেকে। রবিবার গভীর রাতে শিবচরের উৎরাইল নয়াবাজারে এ ঘটনাটি ঘটে। এসময় দোকান থেকে নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় ৮ হাজার টাকার মেমোরি কার্ড চুরি হয় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, রবিবার গভীর রাতে উৎরাইল নয়াবাজারের ব্যবসায়ী মিন্টু মুন্সীর দোকান থেকে ২৫ কেজির ৪৩ বস্তা চাল চুরি করে দূর্বৃত্তরা। দোকানের পেছনের জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মিন্টু মুন্সী জানান, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সোমবার সকালে বাজারে এসে দোকান খুলেই দেখতে পান চালের বস্তা হাওয়া এবং পেছনের জানালার গ্রিল কাটা। এসময় দোকানে থাকা ৪৫ হাজার টাকাও খোয়া যায়।’
উল্লেখ্য, ইতোপূর্বে এই নয়াবাজারের আকিজ গ্রুপের পরিবেশক মেসার্স চমক এ্যান্ড ব্রাদার্স এর দোকান থেকে দুই দফায় বিপুল পরিমান সিগারেট ও পানীয় চুরি হয়। এছাড়াও একটি তৈরি পোশাকের দোকান থেকেও শাড়ি-কাপড়সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর,২০১৬/তাফসীর