চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শঙ্করবাটি মহলার একটি বাড়িতে সোমাবার বিকেলে অভিযান চালিয়ে ২২টি পিস্তুল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গত তিনদিন আগে পুলিশ জানতে পারে শঙ্করবাটি মহলার তেনুমন্ডলের পাড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে ছাগলের ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির উপর নজর রাখে পুলিশ।
কিন্তু তিন দিনেও ওই বাড়িতে কেউ প্রবেশ না করায় সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ তালা ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে তলাশি চালায়। এসময় টয়লেটের ছাদের উপর থাকা একটি বস্তা থেকে ২২টি পিস্তুল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকেল চারটায় অভিযান শেষ হয় এবং ওই বাড়ি থেকে ২৯টি ছাগোল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রোকেয়া বেগম ও শাকিল আহমেদ নামে দুইজনকে আটক করে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন