সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া বাজার এলাকায় আজ বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দশমণ ভেজাল দুধসহ গোবিন্দ ঘোষ (৩০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে নকল ও ভেজাল দুধ তৈরির উপকরণসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত গোবিন্দ পৌরজানা গ্রামের গৌর ঘোষের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, পোরজানা গ্রামের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ভেজাল ও নকল দুধ তৈরী করে বিভিন্ন কোম্পানীতে সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে ডায়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল দুধ ও দুধ তৈরীর সরঞ্জামসহ গোবিন্দকে আটক করে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার