দিনাজপুরের বীরগঞ্জে এক মাদক ব্যবসায়ীর ৬ মাস এবং ৬ মাদকসেবীর প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বীরগঞ্জের মাদক ব্যবসায়ী উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের পতিম উদ্দীনের ছেলে মো. মমিনুল ইসলাম (২৫) এবং মাদকসেবী মোহনপুর ইউনিয়নের শব্দলপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. সুরুজ্জামান (৪৫), একই এলাকার বড় করিমপুর গ্রামের মো. জয়নুদ্দিনের ছেলে মো. সফিকুল ইসলাম (৩০), মো. মঙ্গলুর ছেলে ইয়াকুব আলী (২৫), ভগিরপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে মো. হাছিনুর রহমান (৩২), শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মৃত জামাল শেখের ছেলে সফর আলী (৪০) ও খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মো. মঙ্গলুর ছেলে মো. আজিজার রহমান (৩০)।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন সুলতানার ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
বীরগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, মাদকমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী এবং ৬ মাদকসেবীকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক কারাদণ্ডের রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ