অসামজিক কাজে বাধা দেওয়ার জের ধরে নোয়াখালীর সুধারামের একই পরিবারের ৩জনকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করেছে মাদক সেবী জহিরের নেতৃত্বে অজ্ঞাত যুবকরা।
অজ্ঞান অবস্থায় গুরুতর অসুস্থ সেতারা বেগম (৪৫) আয়েশা আক্তার (২৫) ও শাহজাহান (৫০) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সুধারাম মডেল থানায় জহির সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, উপজেলার দত্তের হাট এলাকার গোপাই রাম সংকর গ্রামে মাদক ব্যাবসায়ী ও ইয়াবা সেবন কারী আবুল মিয়ার ছেলে জহির দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত। ঘটনার কিছুদিন আগে অসামাজিক কাজে তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। বর্তমানে ভুক্তভোগী এ পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন