ঠাকুরগাঁও রানীশংকৈল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নূর ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোর রাতে মাদক চোরাচালানের সময় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানান
৩০ বিজিবি'র পরিচালক তুষার বিন ইউনুস।
আটক নূর ইসলাম রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ চামকা গ্রামের বুল্লু মোহাম্মদের ছেলে।
তুষার বিন ইউনুস জানান, মাদক ব্যবসায়ী নূর ইসলামসহ ৮ জন সহযোগী তারকাটা কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ধর্মগড় বিওপির বিজিবি টহল দল তাদের দেখে ফেলে ধাওয়া করে। বিজিবি মাদক ব্যবসায়ী নূর ইসলামকে আটক করে এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। বাকি সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটকের জন্য বিজিবি অভিযান অব্যাহত রেখেছে। নুর ইসলামকে রানীশংকৈল থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।
রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, নূর ইসলামের নামে মাদক আইনে মামলা করা হয়েছে। এর আগেও তিনি একাধিক মাদক মামলার আসামি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব