গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে (ফ্রি) চিকিৎসা সেবা দেওয়ার বিধান রয়েছে। তবে ফ্রি টিকেটে ডাক্তার দেখাতে পাড়লেও রক্ত পরীক্ষা বাবদ এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ৩শ' টাকা নিয়ে বিপাকে পড়েছেন বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের প্যাথলজী বিভাগের ইনচার্জ মিজানুর রহমান। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তাকে শাস্তিমূলক বদলী করেছেন হাসপাতালের পরিচালক। বুধবার এই ঘটনা ঘটেছে।
জানা যায়, জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই বেপারী গত মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ফ্রি টিকেটে (নং-১৩৯২৮) শেরে-ই বাংলা মেডিকেলের মেডিসিন বহির্বিভাগে ডাক্তার দেখান। চিকিৎসক ব্যবস্থাপত্রে রক্ত পরীক্ষ করতে দেন। এরপর আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেডিকেলের দ্বিতীয় তলায় ১২ নম্বর কক্ষে প্যাথলজী বিভাগে রক্ত পরীক্ষা করাতে যান। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে হলেও আব্দুল হাই’র কাছ থেকে ৩শ’ টাকা নেন প্যাথলজি বিভাগের ইনচার্জ মিজানুর রহমান।
মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ৩শ’ টাকা নেয়ার পর বিষয়টি তিনি তাৎক্ষনিক হাসপাতালের পরিচালককে অবহিত করেন। পরিচালক প্যাথলজি বিভাগের ইনচার্জ মিজানকে ডেকে পাঠান। এ সময় মিজান টাকা নেয়ার কথা স্বীকার করলে পরিচালক তাকে (মিজান) গালমন্দ করেন এবং টাকা ফেরত দেয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু পরিচালকের নির্দেশের পরও টাকা ফেরত পাননি বলে অভিযোগ মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী সরকারি একটি ফরম পূরণ করতে হয়। ওই ফরম জমা দিলে পরীক্ষা বিনামূল্যে করানো হয়। কিন্তু আব্দুল হাই শুধু পরিচালকের কাছ থেকে হাসপাতালের টিকিটের উপর লিখিয়ে এনেছেন, যা গ্রহনযোগ্য নয়। তাই সরকারি রশিদের মাধ্যমে ৩শ’ টাকা নিয়েছেন তিনি। যা সরকারী কোষাগারেই জমা হয়েছে।
শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত কর্মচারীকে মুক্তিযোদ্ধার টাকা ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু তার আগেই ওই ৩শ’ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। ওই ঘটনার পর প্যাথলজি বিভাগের ইনচার্জ মিজানুর রহমানকে ডেপুটেশনে মডেল ফ্যামিলি প্লানিং শাখায় বদলী করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-২১