পরীক্ষা কেন্দ্রে অসৌজন্যমূলক আচরণ ও ধরা খেয়ে নকল গিলে ফেলায় মাদারীপুরের কালকিনিতে শরীফ মাহফুজুর রহমান নামের এক জেএসসি পরীক্ষার্থীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ওই ছাত্র ডাসারের বেতবাড়ির গ্রামের শরীফ মিজানুর রহমানের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মোছা. শাম্মী আক্তার।
সূত্রে জানা যায়, ডাসার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী শরীফ মাহাফুজুর রহমান পরীক্ষা চলাকালীন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রমোদ মজুমদারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এসময় নকলসহ ধরা পড়ে এক পর্যায় ওই নকল মুখে দিয়ে গিলে ফেলে। পরে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই সকল অপকর্মের দায়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ