সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালটি পুনঃউদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান শুরু করেছে। এ সময় অর্ধশতাধিক ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সদ্বীপ কুমার সরকার জানান, এক সময় উল্লাপাড়া শহরের ভিতর দিয়ে একটি প্রবাহমান খাল ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজন অবৈধভাবে খালটি দখল করে বিভিন্ন ধরনের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে প্রথমে নোটিশ প্রদান করা হয়। এরপরেও স্থাপনাগুলো সরিয়ে না নেয়ায় সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। খালটি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। অভিযানকালে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ও উল্লপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদসহ পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ