বগুড়ার গাবতলি উপজেলার নেপালতলি ইউনিয়ন থেকে বুধবার সকালে লাভলু ফকির (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তার বাড়ি পাশের উপজেলা সারিয়াকান্দির নারচী ইউনিয়নে।
জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার নারচি ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক লাভলু ফকির মঙ্গলবার সকালে সবজি ক্ষেতে পরিচর্যার জন্য বাড়ি থেকে বের হন। তার স্ত্রী সালমা বেগম পরে স্বামীর জন্য খাবার নিয়ে ক্ষেতে যান। কিন্তু তাকে সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে পাশের গাবতলি উপজেলার সুখদহ বিলে লাভলু ফকিরের লাশ পাওয়া যায়। সারিয়াকান্দি ও গাবতলি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বগুড়ার এএসপি মশিউর রহমান (এ সার্কেল) জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৫