বগুড়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া সন্ত্রাস বিরোধী বগুড়া জেলা কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। বগুড়া সন্ত্রাস বিরোধী জেলা কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এই অনুষ্ঠানে জেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।