ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আজ সকাল ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন, একই গ্রামের আমিনুর রহমানের আসাদ আলী এবং আশাদুলের ছেলে জসিম উদ্দীন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর থানা পুলিশের কাছ থেকে আমরা জানতে পারি একদল অস্ত্র ব্যবসায়ী একটি মাইক্রো গাড়িতে করে অস্ত্র নিয়ে কালীগঞ্জে দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে এসআই মাজেদুল ইসলাম ও পুলিশ সদস্য নাজমুল হোসেন রেলগেটে পৌঁছে তাদের আটক করে। এ সময় গাড়িতে থাকা অস্ত্র ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার