কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় সোমবার ভোরে রোহিঙ্গা বহনকারী ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
বিজিবি-২ ব্যাটেলিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের খারাংখালী ও হ্নীলা সীমান্ত দিয়ে সাতটি নৌকায় করে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। কিন্তু বিজিবি জওয়ানরা টের পেয়ে রোহিঙ্গা নৌকাগুলোকে মিয়ানমারের দিকে ফেরত পাঠায়। নৌকাগুলোতে নারী-শিশুসহ শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। মারা গেছে অসংখ্য রোহিঙ্গা। ঘটেছে ধর্ষণের ঘটনা। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১২ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ