মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে মিয়ানমার অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশী বাধার প্রতিবাদে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর শাখা।
আজ জুম্মার নামাজ শেষে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন দিনাজপুর শাখার সহযোগি সংগঠনের মধ্যে জাতীয় ওলামা মাশায়েখ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মী যোগ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার