সিরাজগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাবু আহম্মেদ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার দুপুরে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
বাবু আহম্মেদ গাড়াদহ গ্রামের আরি শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে আসছিলেন বাবু আহম্মেদ। পাওনাদাররা ঋণের টাকার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করায় বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। তবে, কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল