জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার নাম ভাঙ্গিয়ে বরিশালের উজিরপুরের জয়শ্রী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে সড়ক ও জনপথের প্রায় ৫০ শতাংশ জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দখল চেষ্টার সময় আওয়ামীপন্থী দুই আইনজীবী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ৭ ভূমিদস্যুকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এই দখল চেষ্টার ঘটনা ঘটে।
এদিকে সরকারী জমি দখলের সচিত্র প্রতিবেদন করতে গেলে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে দুর্ব্যবহার এবং এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে আওয়ামীপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মহাসড়কের পাশে জয়শ্রী বাস স্ট্যান্ডের পাশে সওজের প্রায় ৫০ শতাংশ জমি জবর দখল করে সেখানে ১৩টি কাঠের দোকানঘর উত্তোলনের কাজ শুরু করে অর্ধশত শ্রমিক। তাদের নেতৃত্ব দেন আওয়ামী লীগপন্থী আইনজীবী ওবায়দুল্লাহ সাজু এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ।
জমি দখলের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখানে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করলে তাদের সাথে দুর্ব্যবহার করেন তারা। এ সময় স্থানীয় সাংবাদিক মো. জহির সরকারি জমি দখলের ছবি তুললে অ্যাডভোকেট সাজু তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সেখানে বাদানুবাদের পর সাংবাদিকরা বিষয়টি স্থানীয় সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানকে অবহিত করেন। পরে পুলিশ সুপার উজিরপুর থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠান।
উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনজীবী সাজু ও তার সহকারি আইনজীবী মো. সাইফুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজসহ ৭ ভূমিদস্যুকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার এসআই মুনসুর আহমেদ ৭ জনকে আটকের সত্যতা স্বীকার করলেও তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন। এদিকে এ ঘটনার পর আটক আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জনকে মুক্ত করতে তৎপরতা শুরু করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সাহেদ জয়শ্রীতে মহাসড়কের পাশে সওজের জমি দখল চেষ্টার অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, সওজের জমি দখল চেষ্টার অভিযোগে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
অপরদিকে সরকারি জমি দখলের ছবি তোলার অপরাধে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন উজিরপুর প্রেসক্লাবের সদস্য একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি মো. জহির।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল