চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার জয়রামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক জানান, বিকেল চারটার দিকে দর্শনার দিক থেকে একটি মোটরসাইকেলে শিশুসহ চার আরোহী চুয়াডাঙ্গার দিকে আসছিল। মোটরসাইকেলটি জয়রামপুর শেখ পাড়ায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামি একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নাজমুল ইসলাম (১ বছর) ও অজ্ঞাগ যুবক ঘটনাস্থলেই মারা যায়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জাকির হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (২২) মারা যায়। নিহতদের বাড়ি জীবননরগ উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে।
এ দূর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আন্দুলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে দর্শনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দামুড়হুদার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল