বাগেরহাটের মোল্লাহাটে এতিম ও দরিদ্র অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন দ্বীপ মহিলা সংস্থার উদ্যোগে আজ বিকালে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হাসান।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বীপ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক দিল ফারজানা বিথী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে যিনি কম্বল বিতরণ করছেন, তার মতো স্ব-এলাকার ধনাঢ্য ব্যাক্তিরা যদি অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে তাহলে দরিদ্র মানুষের সংখ্যা কমে আসবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার