বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সবাহেবেরহাট বাজার সংলগ্ন কড়ইতলা খালে একটি ট্রলারের সাথে সংঘর্ষে স্পীডবোট উল্টে সাহেরী আক্তার নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনার পর ওই শিশুটির মা নাশপতি বেগমের (৪২) নিথর দেহ খাল থেকে উদ্ধার করে স্থানীয়রা।
নিখোঁজ সাহেরী আক্তার এবং নিহত নাশপতি বেগম ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার হোসেনের মেয়ে এবং স্ত্রী। নিখোঁজ সাহেরীর সন্ধানে খালের ওই পয়েন্টে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি এসএম মাহাবুব আলম জানান, "শুক্রবার সন্ধ্যায় ভোলা থেকে স্পীডবোটযোগে ডা. সরোয়ার তার পরিবার-পরিজন নিয়ে বরিশাল নদী বন্দরে আসছিল। পথিমধ্যে সাহেবেরহাটের কড়াইতলা খালের বারেক মেম্বরের বাড়ি এলাকা অতিক্রমকালে থেমে থাকা একটি ট্রলারের সাথে স্পীডবোটের মুখোমুখে সংঘর্ষ হয়। এতে স্পীডবোটটি উল্টে যাত্রীরা ছিটকে পড়ে। এদের মধ্যে ডা. সরোয়ার, তার ভাগ্নে খোকন ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম বিভাগের চিকিৎসক ডা. প্রদীপ কুমার বনিক সাতরে তীরে উঠতে সক্ষম হয়। এদের মধ্যে গুরুতর আহত ডা. প্রদীপকে নগরীর বেসরকারী আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
দুর্ঘটনার কিছুক্ষন পর খাল থেকে ডা. সরোয়ারের স্ত্রী নাশপতি বেগমের (৪২) নিথর দেহ স্থানীয়রা। বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের সাবেক পরিচালক ও স্বাচিপ জেলা কমিটির সভাপতি ডা. কামরুল হাসান সেলিম নাশপতি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা পয়েন্টে খালে নিখোঁজ সাহেরীর সন্ধানে তল্লাশী শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আলাউদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭