মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর চর কিশোরগঞ্জের মোহনায় ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি আহমেদ-২’র সঙ্গে বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে লঞ্চের ১২ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বল্কহেডটি পানির নিচে তলিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, চাঁদপুরগামী এমভি আরিফ মোহাম্মদ-২ লঞ্চটি মুন্সীগঞ্জের সীমানার ধলেশ্বরী নদীর চর কিশোরগঞ্জের মোহনায় এলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। ফলে লঞ্চটির সামনের অংশে ফাটল সৃষ্টি হয়। এসময় লঞ্চের অন্তত ১২ যাত্রী আহত হয়। তবে চালক লঞ্চটি দ্রুত তীরে ভিড়াতে পারায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা।