কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লেপের ভেতর মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ দুপুরে হাসানপুর এলাকায় মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম