বরিশালের উজিরপুরে আগুনে পুড়ে মঞ্জু রানী গাইন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরাকোঠা এলাকার মৃত সোহেল গাইনের স্ত্রী।
সোমবার (২ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় কেরোসিনের বাতি থেকে মশারিতে আগুন ধরে যায়। এতে মঞ্জু রানী গুরুতর দগ্ধ হন। রাতেই আহতাবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ