গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা রেলস্টেশন থেকে সোমবার (২ জানুয়ারি) দুপুরে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। পুলিশ
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জে আধাবেলা হরতাল চলার কারণে বগুড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এসময় ট্রেনটির নীচে বোমা সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া জানান, এ ঘটনার পর নিরাপত্তার কারণে লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ