ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদে সড়ক দুর্ঘটনায় রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রায়হান ঝালকাঠির পূর্বচাঁদকাঠি এলাকার সোহেল সিকদারের ছেলে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রায়হান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সকালে আমিরাবাদ এলাকায় সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে শুনে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এসে মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তিনি জানতে পারেননি।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, রায়হানকে হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ