সিরাজগঞ্জের এনায়েতপুরে জোয়ার্দ্দার হোটেলের কক্ষ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় (৪৫) নারীর পরিচয় তিন দিনেও পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গের হিমাগারে রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার আব্দুর রহিম নামে এক ব্যক্তি রেজিস্ট্রারে ভুয়া ঠিকানা ব্যবহার করে ওই নারীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে জোয়ার্দ্দার হোটেলের একটি কক্ষে ওঠেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা পর কক্ষটি বন্ধ করে ওই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ নারীর মরদেহটি উদ্ধারের পর হাসপাতাল হিমাগারে রাখেন। কিন্তু তিন দিনেও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
ওই নারীর গায়ে শাড়ি, লাল ব্লাউজ ও গলায় স্বর্ণের চেইন রয়েছে। তার পরিচয় জানতে পেলে ০১৭১৪-৩৭৮৩৫০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন এনায়েতপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসলাম উদ্দিন।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব