কুমিল্লার দেবিদ্বারে গোমতি নদী থেকে মো. ইমাম হোসেন সজীব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ইজতেমায় যাওয়ার পর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়।
সোমবার উপজেলার গোমতি নদীর শিবনগর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন।
সজীব কুমিল্লা নগরের রেইসকোর্স এলাকার ধানমন্ডি রোডের তাজুল ইসলামের ছেলে এবং সাতরা চম্পকনগর ইসলামিয়া মোমিনিয়া দারুল সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কুমিল্লার আমতলীতে ইজতেমায় অংশগ্রহণ করতে যায় সজীব। এরপর থেকে সজীব আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত জামা পান স্বজনরা। এরই দুদিন পর সোমবার সকালে গোমতি নদীর শিবনগর ব্রিজের নিচ তার মরদেহ ভেসে ওঠে।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব