খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
লক্ষীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী তার বাসভবনে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আমেরিকায় তৈরি একটি ফাইভস্টার পিস্তল উদ্ধার করে। অস্ত্রটির কোনো বৈধ কাগজ না থাকায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ