কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের চাপায় তানিম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তানিম পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের শামীম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩ টার দিকে মির্জাপুর বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার