দিনাজপুরে খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে 'খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি'র ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ। আজ সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত খানসামার জিয়া সেতুর পশ্চিম পাড় থেকে আমতলী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এ কর্মসূচি পালিত হয়।
খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু হাতেম বলেন, আমাদের দাবি একটাই খানসামা উপজেলা প্রাণকেন্দ্র ডিগ্রি কলেজ জাতীয়করণ চাই এবং নতুন কর্মসূচি হিসাবে প্রতিদিন সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল করা হবে। মানববন্ধনে বক্তব্যকালে খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, খানসামা ডিগ্রি কলেজ উচ্চমাধ্যমিক নিয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অনার্স চালু আছে। এখানে খানসামা ছাড়াও আশেপাশে কয়কটি উপজেলা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার