“সমাজসেবায় উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেসন” প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের অয়োজনে সারা দেশের ন্যায় ভালুকায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করে।
পরে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা সমাজ সেবা অফিসার নাদিরা লুৎফা প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ