বরিশাল-ঝালকাঠী সড়কের নলছিটি উপজেলার আমিরাবাদে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ঝালকাঠীর পূর্বচাঁদকাঠী এলাকার সোহেল সিকদারের ছেলে।
নিহতের স্বজন মো. মাসুক জানান, রায়হান প্রাণ কোম্পানীতে চাকরি করতেন। সে সকালে আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তারা খবর পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।