নেত্রকোনার কেন্দুয়ায় সাহিতপুর বাজারে সিএনজি-অটোস্ট্যান্ড দখল ও চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত ২৮ ডিসেম্বর দু'পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা দুলাল মিয়া গত রবিবার গভীর রাতে মারা যান।
পুলিশ জানায়, দুলালের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে নিহতের আত্মীয়-স্বজনরা সংঘবদ্ধ হয়ে রায়জুড়া গ্রামে প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ১০টি পরিবারের প্রায় ৩০টি বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে সাহিতপুর বাজারের সিএনজি-অটোস্ট্যান্ড দখল ও কর্তৃত্ব নিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহেরের লোকজনের সাথে শ্রমিক নেতা ও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে ৫ জন আহত হয়। পরে গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শ্রমিকনেতা দুলাল মিয়া গত রবিবার রাতে মারা যান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ