বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রিকশার চালক আইয়ুব আলী (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত আইয়ুব আলী উপজেলার আড়িয়া ইউনিয়নের বার আঞ্জুল টুনিপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নয়মাইল স্ট্যান্ডে অটোরিকশাটি অসতর্ক অবস্থায় মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে পার হওয়ার সময় ঢাকা থেকে আসা পোল্ট্রি ফিড বোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যায়।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি থানায় আটক রয়েছে।