বৈদ্যুতিক তারে জড়িয়ে আনিছুর রহমান (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আনিছুর একই ইউনিয়নের দুর্গাপুর নয়াপাড়া গ্রামের মৃত শুকারুর ছেলে।
সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের এবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে ভাটা তৈরি করে পার্বতীপুর উপজেলারে মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমান। তিনি ইট তৈরির জন্য ইটভাটায় বিশাল স্তুপাকারে মাটি জমা করেন। যা বৈদ্যুতিক লাইনের কাছাকাছি চলে যায়। ওই মাটির স্তুপের ওপর উঠে মাটি সরানোর সময় কোদাল লাগলে শ্রমিক আনিছুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত স্থানীয় এক ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।