জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে মুহম্মদ শফিকুর রহমান সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়ায় মিষ্টিমুখ করা হয়েছে। আজ সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু'র আয়োজনে এই মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদ মাহমুদুল আলম নয়ন, সিনিয়র সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান, সমুদ্র হক, আকতারুজ্জামান, মহসীন রাজু, মীর সাজ্জাত আলী সন্তোষ, জিয়া শাহীন, আব্দু সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, ইলিয়াস হোসেন, শাখাওয়াত হোসেন জনি, রেজাউল হক বাবু, আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংবাদিকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় প্রেসক্লাবের সকল কর্মসূচি এগিয়ে যাবে। তাঁদের বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নমুলক কর্মকান্ডে সচল থাকবে জাতীয় প্রেসক্লাব। সাংবাদিকদের অধিকার আদায়ে তারা নিয়োজিত থাকবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার