নারায়ণগঞ্জ সদর উপজেলার সাত মাসের অন্তসত্ত্বা মাকসুদা আক্তার (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাকসুদা আক্তার সদর থানাধীন কুড়ের পাড় এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার