বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা মডেল হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের প্রথম দিন নানা অজুহাতে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বছরের প্রথম দিনে বই উৎসবে সেশন চার্জের নাম করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ অভিভাবকের।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আলিফ রেজা বলেন, বই উৎসবের দিনে কোন প্রকার অর্থ গ্রহণ অনৈতিক। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে রায়েন্দা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ গাজী বলেন, বই বিতরণে কোন টাকা গ্রহণ করা হয়নি। ভর্তি ফি ও সেশন চার্জ বাবদ টাকা নেওয়া হলেও পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, বই উৎসবে কোন সেশন চার্জের নাম করে অর্থ আদায়ের কোন সুযোগ নেই। কেউ এ ধরনের অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার