লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় পুলিশের ও পৌরসভার বাধা উপেক্ষা করে জোরপূর্বক অবৈধভাবে ঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত পারভীন আক্তারকে লামা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ দুপুর ২টায় এ ঘটনার সূত্রপাত হয়।
লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মাহাবুব ও তানবীর আজ দুপুর ২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ ঘর নির্মাণে বাধা প্রদান করলেও তারা পুলিশের বাধা উপেক্ষা করেছে। বিকালে স্কুল কমিটি ও স্থানীয় লোকজন অবৈধঘর নির্মাণে বাধা প্রদান করলে সবুজ, শ্যামল ও মনিরুল ইসলাম রাসেল লোকজনের উপর হামলা চালায়। এতে স্থানীয় নিজাম উদ্দিন, পারভীন আক্তার, নুর আলম সহ চারজন আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে সবুজ তার স্ত্রী আহত হয়েছে বলে দাবি করেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, পুলিশে বাধা দেয়া সত্বেও তারা ঘর নির্মাণ কাজ বন্ধ রাখেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার