বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কালু ব্যাপারী (৫৫) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সোমবার (২ জানুয়ারি) দুপুরে মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। গত শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ কালু একই উপজেলার ১২ নম্বর খাজুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরবউধুয়া গ্রামের বাসিন্দা।
নিখোঁজ ইউপি সদস্যের ছেলে জহির ব্যাপারী জানান, গত শুক্রবার ভোরে মাইজভান্ডারি শরীফের মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য বরিশালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার বাবা। বিকেল ৩টা পর্যন্ত মুঠোফোনে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ হয়ে যায় এবং তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ