নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আজ বিকালে কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদক একাধিক মাদক মামলার আলামত। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিনের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে বুলডোজার দিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য এক কোটি টাকা। যা মধ্যে রয়েছে ফেনসিডিল, দেশি-বিদেশি মদ, ইয়াবা, গাজা, হেরোইন ও বিয়ার।
বিডি প্রতিদিন/এ মজুমদার