গাজীপুরে সোমবার পৃথক ঘটনায় গৃহবধূ ও এক কলেজছাত্রীর রহস্যজন মৃত্যুর খবর জানা গেছে।
নিহত কলেজ ছাত্রী চাদনী(১৬) ফরিদপুরের বোয়ালমারী থানার তেলজুরী গ্রামের মিলু শেখের মেয়ে।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী চাদনী আক্তার ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থী। চাদনীর সৎ বাবা ৬/৭ বছর আগে উপজেলার হাবিবপুর এলাকায় বনের জমিতে ঘরে বসবাস করে আসছিলেন। বছর দু-এক আগে স্বামী বেলাল হোসেনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণের একটি অভিযোগ করেন চাদনীর মা জোসনা বেগম। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
এদিকে স্থানীয় শাকিল নামে এক যুবকের সঙ্গে চান্দনী প্রেমের সম্পর্কে জড়ালে তার মা বাধা দেয়। এনিয়ে মা ও মায়ের কলহ সৃষ্টি হয়।
চাদনীর মা জোসনা বেগম জানান, সোমবার সকাল ৯টার দিকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে মেয়েকে বকাঝকা করেন। একপর্যায়ে চাদনী তার পড়ার ঘরে দিয়ে আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। জোসনা বেগম ও তার ছেলে ঘরের ভেতরে গিয়ে তাকে নিচে নামিয়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। ঘর থেকে বের করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে গাজীপুরের কালীগঞ্জে পাওনাদারের নির্যাতন ও অপমানে গৃহবধূ কাজলী বেগম (৩২) আত্মহত্যা করেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের স্বামী আলামিন মিয়া। সোমবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতের বড় ভাই ইকবাল হোসেন ওইদিন দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান।
বিডি প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন