সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশে ৯ থেকে ১১ জানুয়ারী এই মেলা অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে ‘উন্নয়ন মেলা’ উপলক্ষে সোমবার বেলা ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান, রায়হানা ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএএম রফিকুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মেলার মাধ্যমে তুলে ধরা হবে। জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি সকল প্রতিষ্ঠানসহ আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ৭০ থেকে ৮০ টি স্টল এতে স্থান পাবে। তবে স্টল সংখ্যা আরো বাড়তে পারে। সারাদেশে একসাথে এ মেলা অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় মেলার উদ্বোধন করবেন বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/হিমেল