চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রাউজানের গহিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এ সময় চারজন আহত হন। তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন (২০) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন আবু হেলাল (২২) ও নূর হোসেন (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/হিমেল