সিরাজগঞ্জে লাইনচ্যুত আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন প্রায় পৌনে ২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় এ ইঞ্জিন উদ্ধার করা হয়।
এর আগে রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইনে সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
তারও আগে রোববার রাত ৯টার দিকে একই স্থানে চাপাই নবাবগঞ্জ থেকে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল