শরীয়তপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ডোমসার বাজারের মনির সরদারের ফার্নিচার দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আকটকৃতরা হলেন, সদর উপজেলার কোয়ারপুর গ্রামের কাশেম ফকিরের ছেলে রবিন ফকির (২০), দুলাল খানের ছেলে জীবন খান (২৪) ও আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে সাইফুল ইসলাম (২২)।
পালং মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডোমসার বাজারের একটি ফার্নিচারের দোকানের ভেতর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পালং থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল